স্বপ্নের শ্রেয়সী আমার by Ashraful Islam Masum

এক পাশে হলুদ শর্ষে ফুল আরেক পাশে সোনালী পাকা ধানের সারি। অকল্পনীয় এক দৃশ্য।
হলুদ আর সোনালী মিশে অপূর্ব এক রং এর আভা।
তার কিছু দূরে শত বত্‍সরের ডালা বিস্তৃন্ন বটবৃক্ষ দাড়িয়ে আজো চির যৌবনা হয়ে।
তার ধারেই পদ্মপাতার বিল। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে
কত শত পদ্ম ফুল।
রৌদ্র মেঘের খেলা চলছে দক্ষিণা হাওয়ার সাথে তাল মিলিয়ে।
দুপুর গড়িয়ে বিকেলের আবাস দিচ্ছে রবি পশ্চিমে নেমে। ছোট্ট নৌকাটি ঘাটে বাঁধাই আছে।
তুমি আসবে আমি অপেক্ষমান সেই
বটবৃক্ষের ছায়ায়।
তুমি এলে নীল শাড়ির সাথে খোপায় নীল পদ্ম গুজে।
একি রুপ তোমার শ্রেয়সী!
আমার নয়নে ঐ নয়ন রেখ না তোমার। এ রুপে জলসে যাচ্ছি আমি।
বৈঠা হাতে বসেছি আমি তুমি আমার সামনে বসে। মাতাল হাওয়া তোমার মেঘ কালো চুল আমার মুখে পরশ দিচ্ছে। তার সুভাশে মাতাল হচ্ছি আমি, আমার মন।
বৈঠা জলের বুকে দাগ কাঁটছে আর তুমি আমার হৃদ মাঝারে। বুঝি গো আরো ব্যকুল করতে আমার বুকে মাথা ঠেকালে তোমার।
ধীরে ধীরে জলের বুকে ভেসে চলছি আমি, তুমি। স্বর্গ সুখ কি একেই বলে গো?
আজ জগত্‍ এর সব তুচ্ছ করে স্বর্গ কে নিয়ে এসেছি দু’জনার মাঝে।
কাটুক না এম্নি করে সমস্ত সময় টুকু জীবনের।
শ্রেয়সী আমার স্বপ্নটুকু রেখেছি মনের গহীন অরন্যে। যে দিন পাবো তোমার দেখা পূরণ করবো তা।
অপেক্ষায় আছি তুমি আসবে আমার জীবনের প্রবিত্র পুষ্প হয়ে।

(Visited 179 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.