অনন্ত প্রেম (Interminable Love)

অনন্ত প্রেম
আরিফুল ইসলাম

একদিন আমরা চলে যাব।
পৃথিবীর ইতিহাসের কোন ছেড়া পাতায় লিখা থাকবে না আমাদের ইতিকথা।
কলাপাতায় ঢেকে দেওয়ার আগে শেষ দেখা দেখতে গিয়ে প্রিয়তম পুত্র আবিস্কার করবে-
আমার ঠোটে তোমার প্রেমের পাণ্ডুলিপি
হৃদয়ে তোমার খসড়া মানচিত্র
তারপর ঢেকে দেবে।
তবুও আমাদের শাশ্বত প্রেমের চিরন্তন দেখা মিলবে উম প্রত্যাশী থুত্থুরে বুড়োর পেটে
চিরনবীন বেশে উদিত হবো সূর্যোদয়ের আগে
আমরা বেঁচে থাকব চিড়ল নারিকেল পাতার ভীড় খসে পরা নরম রৌদ্দুরে।

Interminable Love
Transleted by Monsoon Letters

Some day we will cease.
Our stories will not be etched on the expired leaves of the earth’s eternal autumn.
Before my grave cowers under banana leaves, our beloved son will unearth,
On my lips, the manuscript of your love,
The heart circulating your sketched map,
And the blades’ curtain fall will be my epilogue.
Yet our love will interminably be interred in the warmth coveting lap of some decrepit,
Our vigor will serve as the preamble for the sunrise,
We will survive amidst the sunlight, dressing the horded blades of the coconut tree

 

Original Writer Name: 
Ariful Islam
(Visited 109 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.