I made love at war sites.At Hiroshima, at Nanjing, at DhakaI ran through blood and the fresh paints.I sang through the cracks of the new buildings,Caressed the strong, high monuments as they were raised. One woman smirked,“You can’t do it like that,You have to sit on it,and please!” One man stared,“You go girl,Undo yourself,Let not …
যুদ্ধ ও কবিতা
চাইলেই যে কোথাও শুরু করা যায়না। এটা বিনাশী। বিস্ফোরিত বুলেট এবং একটা ঘরের চোখ, এক সারি বাড়ি। থলথলে উচ্ছিষ্ট মুখে নিয়ে একটা ইঁদুর আড়াল করে নিচ্ছে আলো। একটা বাচ্চা নিজেকে বেধে নিয়েছে মায়ের পিঠে। মুক্তি। শহর ভরে গেছে সৈন্যে, নদী, জনপদ, গ্রাম, বিছানা আমাদের রান্নাঘরে। তারা সর্বভুক। অথবা জ্বালিয়ে দেয়। তারা মেরে ফেলে যা অধিকার …
The Engines of Exodus
The firewood from the mothers of humanity fuel the engines of Exodus The trucks queue up to feed the borders among us You learn to fold your arms to walk into the sun As it collides with the tears of the past
যাবজ্জীবন
প্রতিদিন ভোর বেলা; ঘুমন্ত মুখের পাশে শুয়ে থাকে সেলাই করে রাখা সর্বনাশ এতো আঁধার, এতো কালো , এতো ছাই ভস্ম জমেছে পৃথিবীতে পূর্বপুরুষের চাপ চাপ রক্তপাতের মুগ্ধতা নিয়ে বেড়ে উঠছে শিশু , শতশতাব্দীর মাধুর্য্য চাপা পড়ে আছে একুশ শতকের বিশেষণহীন হাহাকারের নিচে । সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে উঠে যাচ্ছে সময়, শুষে খাচ্ছে আয়ু আমি দেখে যাচ্ছি …