নিঃশ্বাস ও তার কারাগার

স্পর্শ কর সূর্জাহত ব্রেইল, যা ঝাক বেঁধে ফিরেছে আমার শরীরের পরে; তুমি কি তোমার পত্রপল্লবী কোন শরতের রাতের মত সরিয়ে দেবে? যখন আমি শ্বাস নেই ঘুমের সীমান্তে, তুমি কি আমার পায়ের পাতায় লতিয়ে রবে? অথবা- তোমার হাতের তালু কি প্রসারিত করো যেভাবে আমি চেয়ে থাকি অন্য পথে? — পায়ে পা তুলে হাত গুটিয়ে অচলতায় থাকা; …