যুদ্ধ ও কবিতা

চাইলেই যে কোথাও শুরু করা যায়না। এটা বিনাশী। বিস্ফোরিত বুলেট এবং একটা ঘরের চোখ, এক সারি বাড়ি। থলথলে উচ্ছিষ্ট মুখে নিয়ে একটা ইঁদুর আড়াল করে নিচ্ছে আলো। একটা বাচ্চা নিজেকে বেধে নিয়েছে মায়ের পিঠে। মুক্তি। শহর ভরে গেছে সৈন্যে, নদী, জনপদ, গ্রাম, বিছানা আমাদের রান্নাঘরে। তারা সর্বভুক। অথবা জ্বালিয়ে দেয়। তারা মেরে ফেলে যা অধিকার …