হতেও তো পারে

“Seapoint Beach” Oil on canvas 12″ x 16″

বন্দুকের নলের মাথাগুলো লজেন্সের
মোড়কের মত মুচড়ে যেতেও তো পারে ।
ক্রোধে ভরা পিন্ডে কোন নারী সুখের তুষার
বইয়ে শীতল রেফ্রিজেটরও হতে পারে ।

৫৭ ধারার মানে বদলে প্রকাশ্যে
চুমুর জায়েজিকরণ মলমও তো হতে পারে।
বিটিভিতে “অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ” নামে একদিন আলোচনাও কিন্তু হতে পারে।

পুলিশের পোষাক পাল্টে গোলাপ
প্রিন্টের সাদা শার্ট আর গাড়ি গুলো
বিয়ের বাহারি সাঁজে , হতেই পারে।

মাথায় হেলমেট আর হাতে লাঠি নয় ,
সেই তারাই হাঁসের মত ঠোঁট চোক্ষা করে
ছাত্রদের চুমু খাবে বলে এগিয়ে আসছে,
এও তো হতে পারে।

দেশী দায়িত্ববান মিডিয়া গুলো
সাংবাদিক সম্মেলন করে,
কি কি বারে তারা আঙুল চুষবে
তার ক্যালেন্ডার ঘোষণা দিতেও পারে ।

দুনিয়াকে গুজব মুক্ত রাখার ফর্মুলার নামক মুলা আবিষ্কারক মন্ত্রীর মাথায় “ফেসবুক বন্ধ করো” নামে বাজেটে পদ্মা সেতু সমান অর্থ পাশ হলেও হতেও তো পারে ।

“ভাগ্যিস গুম হয়নি” বলা আদালত রুল জারি করতেও পারে “গুম হওয়ার সম্ভাব্যরা সিএইডি,
র‌্যাবের কাস্টডিতে নিজেদের গচ্ছিত রাখুন , নিরাপদ থাকুন। ” এও কিন্তু হতে পারে ।

(Visited 107 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.