আমার লাশের ভার পৃথিবীকে দিও না;
আকাশে দাফন দিও,
সন্ধ্যাবেলা, পাখিরা ফিরে গেলে।
গোপন করে রেখোনা মৃত্যুসংবাদ,
জেনেছি— মৃত্যু খুব গোপন কিছু নয়।
আত্মহেলায় আমার মৃত্যু সংবাদ আমিই গোপন করে—
এতোদিন ধরে ঘুরছি তোমাদের সম্মুখে।
আকাশে দাফন দিও—
সন্ধ্যাবেলা, নীড়সব পাখি হয়ে গেলে।
(Visited 150 times, 1 visits today)