কবিতা ও শুকনো গোলাপ

আমি মুখ লুকাই কবিতার বুকে
উষ্ণতার লোভে ।
অন্ধকার রাত্রিরে ডুবে যায়,
আমি ডুবে যায় ছোট্ট শিশুর মতন
সাগরের ঢেউয়ের তলে ।
আমি কবিতা খুঁজে বেড়ায় এই অন্ধকারে,
রাত্রিরে
কুকুর ডাকা কোন রাস্তার মোড়ে ।

(Visited 1,075 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.