
প্রেমিকের জন্য অপেক্ষা কি ভয়াবহ!
অপেক্ষমান প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক একটি বছর।
প্রেমিক আসার অপেক্ষায় প্রেমিকার সযতনে সরানো প্রতিটি ধূলিকণা
হয়ে ওঠে ভালবাসার বসন্ত।
প্রেমিকের জন্য অপেক্ষা কি ঐতিহাসিক!
নিশ্চিত পরাজয় জেনেও,
প্রেমিকা যুদ্ধের ময়দানে অনড়।
প্রেমিকের জন্য অপেক্ষা কি মধুর,
অপেক্ষার হেমলক পানে প্রেমিকা হয়ে ওঠে স্বর্গের আফ্রোদিতি।
(Visited 29 times, 1 visits today)