ইতর

আমার মা ভিক্ষা করে
যেমন ক’রে সমাজ করে, রাষ্ট্র করে
রাষ্ট্রপতি রাজা করে, প্রজা করে।
আমার মা ভিক্ষা করে।

বাবু মশাই বললো হেসে
কি রে খোকা কাঁদিস ক্যানে কী হয়েছে?
ক্ষোভের সাথে খোকা বললো
আমার সকল চুরি গেছে!
চুরি গেছে! বলিস কি রে!!
কি ছিল তোর?
কেইবা এলো তোর এখানে করতে চুরি?
পথের ছেলে জন্ম পথেই মা বাবা নেই
ঘর বাড়ি নেই পকেট ফাঁকা থাকিস একা
কি ছিলো তোর করলো চুরি!!!!
তোর কি ব্যাটা মাথা আছে নাকি গেছে
তারগুলো সব একেবারে ছিঁড়েই গেছে?
কান্না থামা বলনা খোকা কি হয়েছে?
অগ্নি চোখে বলল খোকা
আমার সকল চুরি গেছে।
চুরি গেছে চুরি গেছে জন্ম বাদে জীবন বাদে
আর সকলই চুরি গেছে।
যা নাই আমার-বললে হেসে
তার সকলই চুরি গেছে।
শুধুই যদি চুরি হতো ভালই ছিল ভালই হতো
তা না হয়ে
চোর আমাকে প্রশ্ন করে
তোর ঘরে কে চুরি করে?
কি ছিল তোর ??
দেখুন মশাই মানুষগুলান কতই ইতর।

Art: World Underwater, Digital, 2500 X 1667 by u/Strawbear

(Visited 65 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.