ফেরা

চলে গেলে ফেরা যায় না,
এটা আমি বিশ্বাস করি না।
উত্তরের যে হাওয়া কাল হঠাৎ কাপিয়ে দিয়ে গেলো,
সেটা যে আমারই ফেলে আসা অতীতের কোন দীর্ঘশ্বাস নয়,
তার নিশ্চয়তা কি?
এই শীতের ঝরা পাতা সর-সর আওয়াজে হাওয়ায় উড়ে দৃষ্টিগোচর হলো,
এটাই যে আগামী বসন্তে সবুজ হয়ে দক্ষিনা দুলবে না,
তাই বা কে বলতে পারে?
নতুন কোন শহরে হঠাৎ কাউকে দেখে কেমন চেনা চেনা ঠ্যাকে,
তা কি এমনি এমনি!
একইভাবে, একই চেনা চেহারায় তো নাও ফিরতে পারে,তাই না!
তবুও ফিরুক।
আমি ফেরার অপেক্ষায় রইলাম!

Art: Feral by Anna Bitaieva

(Visited 152 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.