কিছু পরিযায়ী অনিন্দ্য পাখি থাকে
আসে যায়, হঠাৎ, কেউ শুধু দেখে।
কিছু ফুল দুর্গম শিলার ভাঁজে ফুটে
দেখে কেবল আকাশ কেউ নয় মোটে।
কিছু ঢেউ বিশাল, তবু ভাংগে না তীর
উপরে কেবল গুটিকয় সীগালের ভিড়।
কিছু বুলডোজার পিষে দেয় অশ্লীল দখল
অন্ধ ভিখিরির চোখও তখন আনন্দে টলমল।
কিছু ভুলে যাওয়া গান কেউ তবু গায়
কিছু তারা অদেখা, ছায়াপথে তবু ধায়।
তুমি সেই বিরলপ্রজ একচিলতে হঠাৎ
নেই তাই, দেনাহীন মানুষও কাঁদে নির্ঘাৎ।
—
Art: Artifact by KindaGoodPainter
(Visited 61 times, 1 visits today)