স্বীকারোক্তি-১

কোন একক অনুভূতি নাই,
কোথাও
দিগন্ত জুড়ে সব শান্ত,
চোখের সামনে, পেছনে, মাঝে এমনকি মগজের গহীনেও হয় নাটক!
এর থেকে বের হতে পারলে আপনি মানুষ,
যার ক্ষুৎপিপাসার নিদেন পক্ষে প্রয়োজন নাই,
আমার ভেতরের “আমি” কে নিয়ে অনেক লিখেছি;
যখন জানতাম না “আমি” মানে শূন্যতা…”আমি” মানে স্রষ্টা…
বা প্রকৃতি!

ক্রোধের গাড়িকে মাড়িয়ে গেছে গেল জন্মের অভিশাপ,
পৃথিবী নামক নরকে তাই আমার আবার আবির্ভাব;
আমার চাওয়া-পাওয়া সামান্যই;
অতিরিক্ত আমিত্বের যে গরল ছিলো তাও
নিঃশেষে বিতারিত!

আমার জানা হয়ে গেছে আমি বলে কিছু নাই,
যা কিছু
যত কিছু সব “আমি”!
আমার রক্তে আঁকার টান নাই,
আমার বিশেষ হবার দান নাই,
বরং চালে চাল মিলিয়ে বুনছি
প্রেম!

নিজের থেকে অনেক দূরে এসে আবার ফিরছি
আপন নীড়ে!

Artwork: Alena Aenami

(Visited 133 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.