যানজট

City traffic on a summer evening, watercolor street scene art painting. Original artwork by artist Zlatko Music.

এই অদ্ভুত শহরের যান-গুলো চলে ভালোবাসাবাসি করে।
নব্য প্রেমিক-প্রেমিকার অনাবশ্যক ছোঁয়া-ছুয়ির মতন।
মাঝে মাঝে ওরা আঁটকে যায়।

যানজটের যান গুলো জেগে থাকে সারি সারি হেড-লাইট জ্বেলে,
সহস্র ইঞ্জিনের মৃদু গুঞ্জনে যেন জানিয়ে দেয়
অপেক্ষমান অনন্ত কালের জন্য ওদের কিচ্ছুটি করবার যো নেই,
নড়বার যো নেই।
আমাদের চোখে আলো জেগে ঘুম-জাগা প্রহরের মতন,
ওরাও কাঁটায় যান্ত্রিক-জীবন।

আমার এই অদ্ভুত শহরের যানগুলোয় মানুষ গিজগিজ করে।
আমার স্বপ্নরাও তাই।

হালকা ঝাঁকিতে যান-যাত্রীরা সব একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ে
তোমার দেখা পেয়ে আমার কথা-গুলো ঠিক যেমনি, তেমনি।

এই অদ্ভুত শহরে, অজস্র যাত্রীর ভিড়ে নিত্যকার প্রয়োজনে, ঠেসে-ঠুসে যায়গা করে নেয় নতুন কোন যাত্রী
তোমার উপর অনেক ক্ষোভের মাঝে হঠাৎ এক চিলতে ভাল-লাগার যায়গা করে নেয়ার মতো কি?

আমি আমাদের এই শহরের যানদের মতো।
‘রং-লাইনে’ যাই, নিত্য-নতুন ‘সিগন্যালে’ আটকাই
তোমাকে আরও দুডণ্ড বেশি পাবার জন্য আমি
শহরময় আরও আরও যানজট চাই।

Art: Zlatko Music

(Visited 93 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.