প্রেমের কবিতা

যা অলেখ্য তাও কি চেষ্টা-
প্রতিবার সচকিত এক ঘর থেকে অন্যঘর
আর পুরোনো কথাতে অনীহা

যা সব হয়ে গিয়েছ, আগের দেশ।
সেই কবিতা যে প্রতিটি দরজাকে ভাবে শেষ দরজা

যেখানে সবকিছু ফিরে আসবে আবআর,
আলাদা পরিচয়ে, দৃষ্টির প্রান্তে, পুনরায় বিছানো রবে
যখন আবর্তিত হয়েছে অমোঘ সুন্দরে

এক মুহূর্তে। যখন শোনা যায় আরও অন্য কবিতা লেখা হয় তখন শুরু হয় সংস্করণ
এবং যা যথেষ্ট ছাড়া যায়না।

প্রেমিকারা পরস্পরে ততক্ষণ তাকিয়ে রবে
যতক্ষণ পর্যন্ত পারবে না আর কেউ কাছে আসতে।
কবিতা যা কখনও এটা ছাড়া আর কিছু চায়নি

তবুও চেষ্টা, সাহসে, জানতে পারেনা সে কোথায় যায়;
খুলতে থাকে ততক্ষন যতক্ষণ পর্যন্ত একটা উপহার
দেয়া যায়না কারণ তা ছেড়ে দেয়া যায়না।

Art: “Alone”, Digital illustration, 1200×675 by Aenami

Original Poem: https://www.poets.org/poetsorg/poem/love-poem-1

(Visited 408 times, 1 visits today)

One Reply to “প্রেমের কবিতা”

Leave a Reply

Your email address will not be published.