আমি বলতে পারছিনা,
তার মৃত্যুর পর একদিনের জন্য সূর্য আলো দেয়নি
একটা রাত আকাশ ধোয়া জোৎস্না হয়নি
প্রায় এক মিনিটের জন্য হলেও একটা গাছের পাতা নড়েনি
যদি বলতে পারতাম তাহলে সত্যিই হয়তো বুঝাতে পারতাম-
তার মৃত্যু কতটুকু ছিল, কেমন ছিল
—
Photo: mønøglitchic
(Visited 68 times, 1 visits today)